বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মধ্যডানপন্থী রদ্রিগো পাজ

৯৭ শতাংশ ভোট গণনার পর রবিবারের দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ ‘টুটো’ কুইরোগা পেয়েছেন ৪৫.৪ শতাংশ ভোট।

 

বলিভিয়ার জনগণ মধ্যডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। যার ফলে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটছে।

দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, ৯৭ শতাংশ ভোট গণনার পর রোববারের দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ ‘টুটো’ কুইরোগা পেয়েছেন ৪৫.৪ শতাংশ ভোট।

৫৮ বছর বয়সী পাজ তার বাবা ও সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরার অনুসরণে রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়ার পর পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর ও মেয়র হন এবং ২০২০ সালে এই অঞ্চলের সিনেটর হন।

তিনি ‘সবার জন্য পুঁজিবাদ’ পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও কর ও শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফলাফল ঘোষণার পর পাজের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ‘ঐক্য ও পুনর্মিলনের’ আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের অবশ্যই ডিজেল ও পেট্রোলের সরবরাহ নিশ্চিত করতে হবে। মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মৌলিক খাদ্যের দাম স্থিতিশীল করতে হবে ও দুর্নীতির অবসান ঘটাতে হবে।’

আগস্টের প্রাথমিক নির্বাচনে বর্তমান এমএএস পার্টির বড় পরাজয়ের পর রোববারের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করা হয় এবং মোরালেসের সাথে বিবাদে জড়িত বিদায়ী প্রেসিডেন্ট লুইস আর্স প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন।

বামপন্থী জোটের মধ্যে বিভাজন, দেশের গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে খুব কম মানুষই এমএএস পার্টি ক্ষমতায় ফিরে আসবে বলে আশা করেছিল।

সম্পর্কিত খবর