সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে সংগীতশিল্পী হৃদয় খান প্রকাশ করেছেন ‘ভালো লাগে না’ গানের অ্যাকুস্টিক ভার্সন। যা ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। আগে থেকেই গানটির নতুন সংগীতায়োজন প্রকাশ করার পরিকল্পনা ছিল হৃদয় খানের।
তার ভাষ্য, ‘প্রথম যখন গানটি রেকর্ড করি, সেসময় এর অ্যাকুস্টিক ভার্সন প্রকাশের তেমন একটা পরিকল্পনা ছিল না। কিন্তু তারপরও একটি অ্যাকুস্টিক ভার্সন তৈরি করে রেখেছিলাম। আমরা যারা সংগীত নিয়ে মেতে থাকি, তারা নিজেদের সৃষ্টি নিয়ে কাটাছেঁড়া করতেই থাকি। নানা ধরনের নিরীক্ষার কথাও মাথায় আসে। সেজন্যই এর দুটি ভার্সন তৈরি করা।’
আপনার জনপ্রিয় গানগুলোও কী নতুন সংগীতে প্রকাশের পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব নিয়ে এখনো ভাবিনি। তবে শ্রোতারা চাইলে অবশ্যই করবো।’
নতুন গানের খবর কি? উত্তরে হৃদয় বলেন, ‘কাজ থেমে নেই, চলছে। করোনার সময়ও বসে ছিলাম না। অনেকগুলো নতুন গান তৈরি করেছি। যা এখনো প্রকাশ করা হয়নি। আশা করি, সামনে নতুন অনেক গানই আসবে। তবে কোন গান কবে প্রকাশ হবে, তা এখনো ঠিক করিনি।’
গানের পাশাপাশি নির্মাতা হিসেবেও আপনাকে দেখা গেছে। নতুন কিছু নির্মাণের পরিকল্পনা কি করছেন? জানতে চাইলে হৃদয় বলেন, ‘করোনার কারণে তো ঘর থেকে বের হতে পারিনি। তাই অনেক কাজ করা হয়নি। নিজের গানগুলোর ভিডিও নির্মাণ করবো, এরপর তা প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি নতুন কিছু করার ভাবনাও আছে। সব চূড়ান্ত হলে জানাবো।’