ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন ‘অবমাননার’ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুর সদর উপজেলায় শহীদুল ইসলাম ঢালী নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। শহীদুল ইসলাম ঢালী সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক নোটিশের মাধ্যমে গত ১৪ অক্টোবর রাতে তাকে বহিষ্কার করা হয়।’

রাশেদুজ্জামান সিকদার বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সম্প্রতিকালে কুমিল্লায় কোরআন ‘অবমাননার’ বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালী ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেন। ওই পোস্টের মাধ্যমে তিনি ছাত্রলীগসহ ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলন করার জন্য রাজপথে নামার আহ্বান জানান। যেটা ছাত্রলীগের নেতা হিসেবে তিনি করতে পারেন না। তাই অসাম্প্রদায়িকতাপূর্ণ মনোভাব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদুল ইসলাম ঢালী ধর্মীয় উসকানিমূলক যে পোস্টটি ফেসবুকে দেন। বিষয়টি নিয়ে ১৪ অক্টোবর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জনসাধারণের কাছ থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। তখন সিনিয়র নেতাদের পরামর্শে ১৪ অক্টোবর রাতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।’

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক ভ্রাতৃতের দেশ। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা যারা লালন করে তারাই ছাত্রলীগ করেন। ছাত্রলীগের এক নেতা সেটা ভঙ্গ করে অন্যায় করেছেন। সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন। তখন এক নেতার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড আমাদের বিব্রত করে। তাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী বলেন, ‘আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসেবে আমি কুমিল্লায় পূজামণ্ডপে কোরআনের অবমাননার প্রতিবাদস্বরূপ কাজটি করে, আমি সঠিক কাজটি করেছি। আমি মনে করি, কোনো ভুল কাজ করিনি। ভাবতে পারিনি এ অপরাধে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তবে এতে আমার কোনো দুঃখ নেই।’