আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সুযোগ দ্বিগুণ করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণপত্র ছাড়াই চুক্তির বিপরীতে আমদানির ক্ষেত্রে পাঁচ হাজার ডলারের পরিবর্তে ১০ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করা যাবে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। বর্তমানে রফতানিকারকরা ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারেন।
সংশ্লিষ্টরা জানান, এমন কিছু পণ্য রয়েছে জরুরি প্রয়োজনে যা ঋণপত্র ছাড়াই চুক্তির বিপরীতে আমদানি করতে হয়। অগ্রিম পরিশোধ ছাড়া এসব পণ্য দিতে রাজি হন না বিদেশি বিক্রেতারা। ২০১৪ সালের এক সার্কুলারের মাধ্যমে আমদানির বিপরীতে ৫ হাজার ডলার অগ্রিম পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। দীর্ঘ এ সময়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়লেও আমদানিতে অগ্রিম পরিশোধের সুযোগ বাড়ানো হয়নি। ফলে কেস টু কেস ভিত্তিতে অনেক আমদানিকারক ৫ হাজার ডলারের বেশি অগ্রিম পরিশোধের সুযোগ চেয়ে আবেদন করছিলেন। এ প্রেক্ষাপটে অগ্রিম পরিশোধের সুবিধা বাড়ানো হলো।
রফতানির বিপরীতে বিভিন্ন পণ্য আমদানিতে অগ্রিম পরিশোধের প্রয়োজন হয়। রফতানির প্রয়োজনে সাধারণত তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজ আমদানিতে অগ্রিম পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ২৫ হাজার ডলার পর্যন্ত আগাম পরিশোধ করা যায়।