১৯ শতাংশ বেড়েছে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয়
বিদেশে ক্রেডিট কার্ডে ব্যয় বাড়িয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, চলতি বছরের আগস্টে বিদেশে কার্ডের মাধ্যমে ৪৪৩ কোটি টাকারও বেশি খরচ হয়েছে—যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি।
গত বছরের আগস্টে ব্যয় ছিল ৩৭২ কোটি টাকা। তবে মাসওয়ারি হিসাবে চলতি আগস্টে ব্যয় কমেছে ৭.৫ শতাংশ। জুলাইয়ে বিদেশে কার্ড ব্যয় হয়েছিল ৪৭৯ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও ডলার সংকট কেটে যাওয়ায় বিদেশে কার্ড ব্যয় বেড়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটে বিদেশ ভ্রমণ এবং কার্ড লেনদেন কমে গিয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, একজন নাগরিক প্রতি বছর বিদেশে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারেন।
তথ্য অনুযায়ী, বিদেশে মোট কার্ড লেনদেনের ৭৪.৬৪ শতাংশ হয়েছে ভিসা কার্ডে, ১৫.০৩ শতাংশ মাস্টারকার্ডে এবং ১০.২৬ শতাংশ আমেরিকান এক্সপ্রেস কার্ডে।
সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া ও কানাডা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা চার বছরে প্রায় ৬৪ শতাংশ বেড়েছে—২০২১ সালের ডিসেম্বর শেষে ১৮ লাখ থেকে বেড়ে ২০২৫ সালের আগস্টে ৩০ লাখে পৌঁছেছে।


