জিপিএ-৫ পেলেন সেই অদম্য সুলতানা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাটুখালী হিলফুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অদম্য মেধাবী ছাত্রী সুলতানা আক্তার উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করেছেন।

 

গরিব কৃষকের বাড়িতে জন্ম নেওয়া সুলতানা শিক্ষার জন্য প্রতিদিন ৭ কিলোমিটার পথ হেঁটে কলেজে যাতায়াত করতেন। ভাঙা বাড়ি ও সীমিত অর্থের মধ্যে পরিবারের সাহায্য নিয়ে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন।

সুলতানা জানান, তিনি বড় সরকারি চাকরি করতে চান, যাতে গরিব মানুষদের সাহায্য করতে পারেন। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালানো সম্ভব হচ্ছে না। তার বাবা নাসির খা দিনমজুর কৃষক, যিনি মেয়ের পড়াশোনার জন্য নিজের সীমিত আয় থেকে কিছু অংশ ব্যয় করেছেন। প্রতিবেশী ও শিক্ষকরা জানান, সুলতানা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী।

শিক্ষাজীবনে টাকার অভাব সত্ত্বেও নিয়মিত প্রাইভেট ক্লাস নেওয়া হয়নি, কিন্তু শিক্ষক ও প্রতিবেশীদের সহায়তায় তিনি সাফল্য অর্জন করেছেন। চাচা ফোরকান জানান, সুলতানা একা একা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছেন। কলেজের প্রধান অধ্যক্ষ নির্মল চন্দ্র বলেন, ‘আমাদের কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে, তবে তার পরিবার অত্যন্ত গরিব।

আমরা চাই মেয়েটি পড়াশোনা শেষ করে দেশের উন্নয়নে অবদান রাখুক। স্থানীয়রা এবং পরিবার আশাবাদী যে, বিত্তবান ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে এলে সুলতানা তার শিক্ষাজীবন সম্পন্ন করে বড় কর্মকর্তা হতে পারবেন। সুলতানার উদ্যম ও অধ্যবসায়ের গল্প এই অঞ্চলসহ পুরো দেশে শিক্ষার প্রতি আগ্রহ ও পরিশ্রমের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।

               #আফেই

সম্পর্কিত খবর