মুন্সিগঞ্জে দুই সন্তানসহ মা অগ্নিদগ্ধ, ছেলের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিদগ্ধ হয়েছেন ছেলে-মেয়েসহ এক মা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে আয়াত মৃধাকে (০২) মৃত ঘোষণা করেন।

এদিকে, দগ্ধ মা খাদিজা আক্তার (২৫) ও মেয়ে আয়শা আক্তারকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ খাদিজার স্বামীর নাম বাপ্পি মৃধা। তিনি ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন।

স্থানীয় লোকজন জানান, বাপ্পি মৃধার পাকা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। শয়নকক্ষের দরজা ভেঙে মা ও দুই সন্তানকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, ‘গতকাল রাত নয়টার দিকে আগুন লাগার বিষয়টি আমরা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনি। সেখান থেকে তিনজনকে উদ্ধার করি। খাদিজা আক্তারকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। আয়াত ও আয়শাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আয়াতকে মৃত ঘোষণা করেন। পরে আয়শাকেও ঢাকায় পাঠানো হয়।’

তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা জানা না গেলেও ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত।

বাপ্পির বড় ভাই পারভেজ মৃধা বলেন, ‘খাদিজার অবস্থা একটু ভালো। তবে আয়শাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আয়শার শ্বাসনালী পুড়ে গেছে। আয়াতের লাশ বাড়িতে। আমাদের পরিবারে এমন শোক আসবে, কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

অন্যদিকে, রাতেই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘এটি দুর্ঘটনা হওয়ায় তারা আইনগত প্রক্রিয়ায় যেতে চাইছেন না।’