ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের অপেক্ষায় আছেন আর্ল রবার্ট মিলার। তার বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। ভার্চুয়াল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্ত হন অ্যামচেম বাংলাদেশের সহসভাপতি সৈয়দ কামাল, কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাপস মণ্ডল, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক ওয়াকার, মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমেদ এবং অ্যামচেমের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে যুক্ত হয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারীর পরও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন চলমান ছিল। বাংলাদেশকে তিনটি ৭৮৭ এয়ারক্রাফট হস্তান্তর, ২০১ কোটি ৮ লাখ ডলার অনুদান, ২ কোটি ৮ লাখ ডোজ করোনা টিকা হস্তান্তর এবং বাংলাদেশ থেকে জরুরি মুহূর্তে করোনা থেকে সুরক্ষা সরঞ্জাম আমদানি করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) অন্যতম। এ সময় তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতেরও প্রশংসা করেন।
মিলার ২০১৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।