ব্যাডমিন্টনের কোর্টে বাতি জ্বালাতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

 

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলতে কোর্টে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর দাদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের দেলোয়ার মীরার ছেলে অপু মৃধা (২৫) এবং একই গ্রামের মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২২)।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের বিলে ব্যাডমিন্টন খেলার জন্য ৫/৬ যুবক একত্রিত হয়ে কোর্ট প্রস্তুত করে। রাতে খেলার জন্য লাইট জ্বালাতে বিদ্যুতের তারও টানা হয়। আজ রাতে খেলা শুরুর আগে পল্লী বিদ্যুতের খাম্বা থেকে লাইন এনে কোর্টের জাল টানানোর খুঁটির সঙ্গে লাগানো হয়। অন্ধকারের মধ্যে ছকেটে প্লাগ লাগাতে গেলে অপু বিদ্যুতায়িত হয়। এ সময় চিৎকার দিলে কাছে থাকা শাকিল অপুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেও স্পৃষ্ট হয়। এরপর অপু ও শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।’

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছেন। জানা গেছে, ব্যাডমিন্টন খেলার কোটে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।’