করোনা ভাইরাস প্রতিরোধ
সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাউফল ছাত্রলীগ

ইরফান হৃদয় :

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি জন্য কাজ করছে বাউফল উপজেলা ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সাধারন মানুষ হতে শুরু করে হাট-বাজার, মসজিদের মুসুল্লি, রিকশা চালক, অটো চালক, টমটম চালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন ত্বোহার নেতৃত্বে বুধবার(২৫ মার্চ) সামাজিক কার্যক্রম পরিচালনা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে আল-আমিন ত্বোহা বলেন, দেশর প্রত্যেকটি ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে আমরা বাউফল উপজেলা ছাত্রলীগ কাজ করছি। যার ধারাবাহিকতায় সাবান বিতরণসহ  কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান, এই ছাত্র নেতা।

এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিক্যাল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি,মাস্ক বিতরন ও লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।