বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে রূপালী ব্যাংক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিজয়ের মাস উদযাপনের সূচনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বিজয়ের ব্যাজ ধারণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের জিএম পারসুমা আলম, গোলাম মর্তুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, ফয়েজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি