অল্পতে রক্ষা পেলেন বরুণ

১৯৯৫ সালে মুক্তি পায় গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’। নির্মিত হচ্ছে এই ছবির রিমেক। এতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। শুরু হয়েছে ছবিটির শুটিং। আর এই ছবির শুটিং করতে গিয়ে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ছবিতে একটি দৃশ্য থাকবে যেখানে খাদে গাড়ি ঝুলছে। আর সেখান থেকে বেরিয়ে আসছেন বরুণ। সেই দৃশ্যটিরই শুটিং চলছিল। একাধিকবার এই দৃশ্যের মহড়া দিয়েছেন তিনি। ফলে এ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।

শুটিংয়ের সময় স্টান্ট কো-অর্ডিনেটররাও উপস্থিত ছিলেন সেখানে। কথা ছিল বরুণ গাড়িতে থাকবেন। কয়েকটি ক্লোজ শট নেওয়া হবে, তারপরই গাড়ি থেকে বেরিয়ে আসবেন তিনি। পরিকল্পনামাফিক শট নেওয়া শুরু হয়। কিন্তু সব মিটে যাওয়ার পর দেখা যায় গাড়ি থেকে বেরোতে পারছেন না বরুণ। গাড়ির দরজা কোনও কারণে জ্যাম হয়ে গিয়েছে। তাই খুলছে না। এদিকে স্টান্ট কো-অর্ডিনেটররা ততক্ষণে বরুণকে উদ্ধারে লেগে পড়েছেন। খাদের ধারে গাড়িটি এমনভাবে ঝুলছিল যে একাধিক স্টান্টম্যানের যাওয়া সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে অভিনেতা ভয় না পেয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান তিনি। শেষে একজন স্টান্টম্যান বরুণকে উদ্ধার করতে সমর্থ হন।

তবে এই প্রথম নয়, এর আগে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি।মাস দুইয়েক আগে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওর সেটে এই ছবির কাজ চলছিল। সেই সময়ে ১৫ জন উপস্থিতও ছিলেন ফিল্মিস্তানের সেটে। তখনই সেটে আগুন লাগে। যদিও অগ্নিকাণ্ডের সময় সারা আলী খান বা বরুণ ধাওয়ান কেউই সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন না। ঘটনার কিছুক্ষণ আগেই শুটিং শেষ করে বেরিয়ে যান তারা।

২০২০ সালের ১ মে মুক্তি পাবে এই ছবি। বরুণ ইতিমধ্যে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকদের তালিকায় নাম লিখিয়েছেন। ‘এবিসিডি থ্রি’ ছবিতে বরুণ ধাওয়ান ৩২ কোটি কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। ‘এবিসিডি টু’ ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা, বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। ৬৫ কোটি রুপি বাজেটের ‘এবিসিডি টু’ ছবিটি আয় করেছে ১৬৫ কোটি রুপি।