পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের নয় কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার। কোম্পানিগুলো হলো এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড (বিডি অটোকারস), বিবিএস কেবলস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া প্যাসিফিক: তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ও চলতি ২০২১-২২ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৩ পয়সা। এর আগে ২০১৯ হিসাব বছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
শ্যামপুর সুগার মিলস: তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বেলা ২টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি শ্যামপুর সুগারের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২১ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২৬ কোটি ২৯ লাখ টাকা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৮৯ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৬৭ টাকা ৯৭ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন দেয়া হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে আর্থিক প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ১১ পয়সা।
বিবিএস: তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে বিবিএসের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। যেখানে এর আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৬ পয়সায়। এর আগের ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
বিডি অটোকারস: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি অটোকারস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা।
বিবিএস কেবলস: তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ রয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরে ইপিএস কমেছে ১ টাকা ২১ পয়সা বা ২০ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৫০ পয়সায়। আগের বছরের একই সময়ে শেষে যা ছিল ২৯ টাকা ৫৬ পয়সা।
আরএকে সিরামিকস: বহুজাতিক কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত সর্বশেষ হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বহুজাতিক কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৬ টাকা ৪১ পয়সা।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস: তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৫৬ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৬ টাকা ৮৮ পয়সা।
সোনারগাঁও টেক্সটাইলস: তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পর্ষদের সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে শেয়ারহোল্ডারদের ২০১২ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক এবং ২০১১, ২০১০ ও ২০০৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ করে স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।