‘৬০% মানুষ সঠিক নিয়মে হাত পরিষ্কার করে না’

করোনাভাইরাসের মহামারির এই সময়েও ৬০ শতাংশ মানুষ সঠিক নিয়মে হাত পরিষ্কার করে না।

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উপলক্ষে স্যাভলন আয়োজিত একটি সোশ্যাল এপপেরিমেন্টে (জরিপ) এ তথ্য উঠে এসেছে। একটি অনলাইন গেমের মাধ্যমে এ জরিপটি চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

স্যাভলনের লক্ষ্য ছিল, অনলাইন গেমটির মাধ্যমে কতজন হাত পরিস্কার করার নির্ধারিত সময় মানছে, তা জানা এবং সঠিকভাবে হাত ধোয়ার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা। গেমটিতে ৫৩ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে ৪০ শতাংশ মানুষ কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিকভাবে হাত পরিষ্কার করে। বাকি ৬০ শতাংশ মানুষ ২০ সেকেন্ডের কম অর্থাৎ সঠিক নিয়ম অনুযায়ী হাত পরিষ্কার করতে সক্ষম হয়নি।