৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন আগামী আগামী ১০ নভেম্বর, (রবিবার) থাকবে বন্ধ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শুক্রবার ও শনিবার হওয়াতে টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন। হিজরী ১৪৪১ সালের ১২ রবিউল আউয়াল রবিবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় এক হাজার ৪৪৯ বছর আগে এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।

তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।