সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্সুরেন্সকে অনলাইন লেনদেন ও স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা প্রদান করবে।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের হেড অফ ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস মোহাম্মদ জাফরুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর ড. কিশোর বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের হেড অফ মার্চেন্ট এন্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমান, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের হেড অফ আইসিটি কাজী হানিফসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।