সরকারি ৪ ব্যাংকের বিনিয়োগ শেয়ারবাজারে

 

অর্থমন্ত্রণালয়ের নির্দেশের পরে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেছে সরকারি ৪ ব্যাংক। এছাড়া চলমান অস্থির অবস্থা কাটিয়ে ওঠার জন্য নিয়মিত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকারি ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি ৪ বাণিজ্যিক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ত্রৈমাসিক বৈঠকে বিনিয়োগের তথ্য জানানো হয়েছে। এছাড়া নিয়মিত বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীসহ (সিইও) এমডিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সভায় অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। সবাই শেয়ারবাজারের চলমান মন্দাবস্থা কাটিয়ে নিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দু-একটি ব্যাংক আজকে বিনিয়োগ শুরু করেছে বলেও বৈঠকে জানানো হয়।

ওই বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকারি ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য টাকার অভাব নেই। তারা ধীরে ধীরে এই বাজারে বিনিয়োগ করবে। এখনো ব্যাংক ৪টির প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা বিনিয়োগের সুযোগ আছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে সরকারি ৪ ব্যাংককে শেয়ারবাজারে বিনিয়োগে নির্দেশের কথা জানিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।