কক্সবাজারে জেনিথ লাইফের সম্মেলন ১৩ নভেম্বর

২০২০ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সম্মেলন ২০২১ আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ১৩ নভেম্বর কক্সবাজারের লংবীচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় ৮শ’ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সফুরা হায়দারসহ পরিচালক এটিএম এনায়েত উল্লাহ, মাহমুদা বেগম, মানসুদ আলম, মো. আব্দুল জলীল, জামিল আনসারী, তৌসিফ মাসরুরুল করিম, সামছুল আলম, সৈয়দা নাসরিন আজীম, নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী, কাজী মো. মোরতুজা আলী, মো. রবিউল আলম এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।