রূপালী ব্যাংকের উত্তর-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং বিশেষ অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভার্চুয়াল উপায়ে ব্যাংকের নতুন জোনাল অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান। ঢাকার সাভার বাজার রোডস্থ বিলাস সিনেমা হল ভবনের তৃতীয় তলায় জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাহমিনা আখতার। এতে ভার্চুয়াল উপায়ে অংশ নেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম প্রমুখ।