শেষ হলো আয়কর মেলা-২০১৯
৬ লাখ ৫৫ হাজার করদাতার রিটার্ন দাখিল

 

এবারের আয়কর মেলায় রেকর্ডসংখ্যক ৬ লাখ ৫৫ হাজার ৯৫ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। সপ্তাহব্যাপী (১৪-২০ নভেম্বর) দশম আয়কর মেলা-২০১৯ শেষ হয়েছে ।

আয়কর মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান।

আয়কর মেলায় কর আহরিত হয়েছে ২ হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকা, যা গত বছরে ছিল ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।

আয়কর মেলার শেষ দিনে গতকাল ১ লাখ ১৫ হাজার ১৮৫টি রিটার্ন জমা পড়েছে এবং আয় আহরণ হয়েছে ৫৯৭ কোটি ১ লাখ ৬৪ হাজার ৫৪৮ টাকা। এবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল মোবাইল ব্যাংকিং সুবিধা। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে সম্মানিত করদাতারা রকেট, নগদ, বিকাশ, ইউপে, শিওর ক্যাশ, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে তাদের আয়কর জমা দিতে পেরেছেন।

আয়কর মেলায় সাতদিনে ই-পেমেন্টে ৬ হাজার ৪২০ জন সেবাগ্রহণকারী ৪ কোটি ৫৯ লাখ টাকা কর প্রদান করেছেন। শেষদিনেও করদাতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।