সিএনজি ও থ্রি-হুইলার উৎপাদন করবে রানার

সিএনজি ও  থ্রি-হুইলার উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে রানার অটোমোবাইলস লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)  ১৭ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সকাল ১০টা ও সাড়ে ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, জাহাঙ্গীর গেটের পাশে, মহাখালী কোম্পানিটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে।

৩০জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে রানার অটোমোবাইলস ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

অন্যদিকে রানার অটোমোবাইলস লিমিটেড সিএনজি ও এলপিজি চালিত তিন চাকার যান (Three Wheelers) উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে। আর এই বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য ইজিএম আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।