রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইন টাই-ইন (যুক্ত করা) কাজের জন্য ৮ ঘণ্টা গ্যাস সরবরাহে বন্ধ থাকবে। এর ফলে রাজধানীর গুলশান, বনানী মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় প্রয়োজনীয় গ্যাস পাবেন না গ্রাহকেরা।

রোববার পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছে রাজধানীর গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস বলছে, সোমবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত গুলশান, বনানী মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

সম্পর্কিত খবর