বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে বিতরণের লক্ষ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নকে ১০ হাজার পিস মাস্ক দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলীর কাছে মাস্ক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহাজাদা বসুনিয়া, বাংলাদেশ রাগবি দলের কোচ এসএইচ আদ্রাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।