রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

 

গ্রাম্য নির্যাসের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন খণ্ড নাটক ‘বুদ্ধিমান গাধা’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন এসএম কামরুজ্জামান সাগর।

এতে মতির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু।

এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, প্রমুখ।

নাটকটি আগামী ৪ঠা ডিসেম্বর বিকাল ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে।