মার্কেন্টাইল ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফের চুক্তি

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ডিএমডি আদিল রায়হান ও জেনিথ ইসলামী লাইফের পক্ষে সিনিয়র ডিজিএম ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন সেবার মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন ও শামীম আহমেদ, এসইভিপি মো. রফিকুল হক ভুঁইয়া এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি