পুঁজিবাজারে দাপটের সাথে চলছে বীমা খাত। বীমার শেয়ারে আস্থা বাড়ছে শেয়ার হোল্ডারদের। বিমা খাতের শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। প্রায় দেড় বছর ধরে আস্থার শীর্ষে রয়েছে বীমা খাত। শেয়ার বাজারে অন্যান্য খাতের শেয়ারদর নিম্নমুখী হলেও বীমা খাতের অবস্থান ছিল বেশ। সমান গতিতে এগিয়ে চলছে বীমা কোম্পানীর শেয়ার দর।
সবশেষ বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গতকালও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল বীমা খাত। সকাল থেকে এ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়তে থাকে। দিন শেষে এ খাতের ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়ে যায়।
বীমা খাত ছাড়া অন্যান্য খাতের অবস্থা ছিল খুবই নাজুক। প্রকৌশল, আর্থিক, বস্ত্র এবং ব্যাংক খাত। এসব খাতের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কোম্পানির শেয়ারদর কমে যায়।
গত এক বছর বীমা খাতের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা যায়, গতকাল সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়। ।দিন শেষে ৩১ পয়েন্ট কমে সূচকের অবস্থান হয় সাত হাজার ৩১৩ পয়েন্ট। অডিএসইতে এক হাজার ৮৬৩ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন ছিল ২২ কোটি টাকার বেশি। গতকাল এ মার্কেটে মোট ৩৩টি কোম্পানি অংশ নেয়। জানা গেছে, কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫০ হাজার ৬২০টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে।