মলদ্বীপে বেড়াতে গিয়েছেন মন্দিরা বেদী। সাহো-র শ্যুটিংয়ের পর স্বামী এবং ছেলেকে নিয়ে সমুদ্রের দেশে বেড়াতে যান টেলিভিশনের এই জনপ্রিয় সঞ্চালিকা।মলদ্বীপে বেড়াতে গিয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেন মন্দিরা।
কখনও জলের নীচে রেস্তোরাঁয় গিয়ে ছবি শেয়ার করেন মন্দিরা, আবার কখনও বিকিনি পরে ছবি শেয়ার করেন মন্দিরা।
সেই ছবির জেরে এবার সমালোচনার মুখে পড়তে হল জনপ্রিয় অভিনেত্রীকে।
সম্প্রতি মলদ্বীপে গিয়ে খোলামেলা পোশাক পরে ছবি শেয়ার করেন মন্দিরা। কালো রঙের বিকিনির উপর লাল রঙের গাউন জড়িয়ে ছবি শেয়ার করেন মন্দিরা।
মলদ্বীপে ছুটির শেষ দিন কাটানোর সময় ছবি শেয়ার করায় কটাক্ষের মুখে পড়তে হয় টেলিভিশনের সঞ্চালিকাকে।