স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পর আজও জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের কেতনার বিলের পাত্রবাড়ির মাটি খুঁড়লে বেরিয়ে আসছে যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে নিহতদের হাড়। সম্প্রতি ওই গ্রামের ধলুরাম ঢালীর ছেলে ধীরেন্দ্র নাথ ঢালী (৭৫) পানের বরজ তৈরি করার জন্য মাটি খুঁড়তে গিয়ে মানুষের হাড় পান। ধীরেন্দ্র নাথ ঢালী জানান, তাদের ধারণা ’৭১ সালে পাক সেনাদের গুলিতে যারা মারা গেছেন এসব তাদেরই হাড়।
মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের গুলিতে নিহতদের হাড় পাওয়ার খবর পেয়ে সম্প্রতি খুলনা মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তারা পাত্র বাড়িতে আসেন। জাদুঘরের কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যায় নিহতের হাড় জাদুঘরে সংরক্ষণে রাখার জন্য ধীরেন্দ্র নাথ ঢালীকে প্রস্তাব করেন। পরবর্তীতে ওই হাড়টি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।
এ সময় মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়ের গবেষক প্রভাষক লুলু আর মারজান, কমরেড মনোজ কুমার গোমস্তা উপস্থিত ছিলেন।