প্রেসবিজ্ঞপ্তি:
সরকার স্বৈরতন্ত্রের অটোব্রেকে ইট চাপা দিয়ে রেখেছে। বিরোধীদল ও জোট বার বার সিগন্যাল মিস্ করছে। দেশ ও দেশের জনগণ আজ ভয়াবহ দূর্ঘটনা কবলিত। এমতাবস্থায় দেশ রক্ষার জন্য তরুণ ও সাহসী নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে অধিকার। জনগণ রাষ্ট্রের কাছে ভাত, কাপড়, কর্ম, বাসস্থান, কথা বলার স্বাধীনতা, জীবন ও সম্পদ রক্ষা এবং ভোটাধিকারের নিশ্চয়তা চায়। রাষ্ট্রের কাছে এটা নাগরিকের অধিকার।
জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গণ মানুষের অধিকার প্রতিষ্ঠাকেই দলের আদর্শ হিসেবে গ্রহণ করেছে।
নতুন রাজনৈতিক উদ্যোগ ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ এর কর্মসূচি, গঠনতন্ত্র ও মেনিফোস্টে প্রসঙ্গে দিনব্যাপি এক কর্মশালায় উপরিউক্ত বক্তব্য রাখেন জন আকাঙ্ক্ষার সমন্বয়ক মজিবুর রহমান মন্জু।
সকাল ১০ টা হতে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা অঞ্চলের সংগঠকগণ অংশ নেন।
অন্যতম উদ্যোক্তা এডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ৬৯ এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, শিল্পোদ্যাক্তা মোস্তফা বিন মালেক, মহিউদ্দিন আহমেদ, ব্যরিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, সাংবাদিক এস.কে মন্ডল, মাওলানা আব্দুল কাদের সরকার, নাজমূল হুদা অপু, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, জননেতা জয়নাল আবেদীন, ওবাইদুল্লাহ মামুন, আব্দুল বাসেত মারজান, সালাউদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, আবু ইউসুফ মজুমদার প্রমূখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট তাজুল ইসলাম বলেন, রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বর্তমানে খুব নেতিবাচক। দলের যে কোন পর্যায়ের নেতা হওয়ার জন্য লাখ লাখ টাকার ঘুষ লেনদেন হয়। সন্তানের চাকুরির জন্য কৃষককে জমি বিক্রয় করতে হয়। এসব থেকে জাতি মুক্তি চায়।
কর্মশালায় প্রস্তাবিত কর্মসূচি, গঠনতন্ত্র, ঘোষণাপত্র, মেনিফেস্টো ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।