দেশের বাজারে যাত্রা করেছে ইতালিয়ান ইঞ্জিন অয়েল পাকেলো। সম্প্রতি মানসি গ্রুপের সহযোগিতায় দেশের সব জায়গা থেকে পাকেলো অয়েল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। মানসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আহমেদ বলেন, ‘গাড়ি, মোটরসাইকেল, ভারী যানবাহন, আর্থ মুভিং মেশিনারি, কৃষি, মেরিন, শিল্প এবং খাদ্য শিল্পের জন্য উচ্চ কার্যকারিতা লুব্রিকেন্ট, কুল্যান্ট এবং গ্রিজ উৎপাদন করে পাকেলো। এছাড়া পাকেলো ফর্মুলা ১, ফর্মুলা ২, ফর্মুলা ৩, জিটি সিরিজ, ফর্মুলা ই, ডিটিএম, মোটো জিপি, এন্ডুরোজিপি, ইউরোপীয় লেম্যানস ২৪, রিসি কম্পিটিজিওনি ইত্যাদি রেসিং প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে অংশগ্রহণকারী রেসিং টিমদের সহযোগিতা করছে।’