নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মো. মাহবুবুর রহমান রচিত ‘তুমিও পারবে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান রোববার চেরাগি পাহাড়ের সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
তিনি বলেন, মাত্রাতিরিক্ত ফেসবুক আসক্তি শিক্ষার্থীদের বইবিমুখ করে তুলেছে। তাদের বইমুখী করে তুলতে হবে। বইয়ের মাধ্যমে তাদের স্বপ্ন দেখাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাবেক কাউন্সিলর মমতাজ খান, কাউন্সিলর নিলু নাগ, আলী আহমেদ শাহিন, সৈয়দ দিদার আশরাফি, মুহাম্মদ ইউনুছ ও আলী আজগর। প্রেস বিজ্ঞপ্তি।