ওপার বাংলার আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। সিরিজটির প্রথম সিজনে উমা বউদির চরিত্রে বেশ খোলামেলাভাবে ক্যামেরাবন্দি হয়ে আলোচনার জন্ম দেন স্বস্তিকা মুখার্জি। দ্বিতীয় সিজনে এই চরিত্রের নাম বদলে রাখা হয় ঝুমা বউদি। এতে অভিনয় করেন মোনালিসা। এরপর ঝুমা বউদি নামেই অধিক পরিচিতি পান এই অভিনেত্রী।
এখন মোনালিসা মানেই পর্দায় বাড়তি উষ্ণতা। সাউথ ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বর্তমানে টেলিপাড়া কাঁপাচ্ছেন মোনালিসা। এবার ঝুমা বউদি ক্যামেরায় ধরা দিলেন ‘ডাইনি’ রূপে। ‘আনকাহি দাস্তান’ নামে একটি চলচ্চিত্রে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মোনালিসা বলেন, ‘এর আগে একটি ধারাবাহিক নাটকে ডাইনি চরিত্রে অভিনয় করেছিলাম। এবার চলচ্চিত্রের জন্য এমন চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বেশ উপভোগ করেছি।’
আগামী রোববার (১০ অক্টোবর) রাত ৯টায় স্টার প্লাসে প্রচার হবে মোনালিসা অভিনীত এ সিনেমা। এছাড়াও ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিনেমাটি।