জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

একসঙ্গে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘ঢাকা অ্যাটাক’।

২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘পুত্র’।

তথ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) গেজেট আকারে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে।