বিএনপি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের মাঝে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও দলের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। আমি অনেককে বলতে শুনেছি, ৯৬ সালে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় না এলে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে কি না— এ নিয়ে নেতাকর্মীরা চিন্তিত ছিলেন। একইভাবে জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতার বাইরে। তারপরও আমরা বেশিরভাগ নির্বাচনে অংশ নিয়েছিলাম। প্রার্থী দিয়েছি, এর মধ্যে ১০ শতাংশ প্রার্থী প্রতিকূলতার মধ্যে জয়ী হয়েছে।’
তিনি বলেন, ‘অনেক নির্যাতনের পরও জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। আমাদের প্রতিদিনই শক্তি বাড়ছে। মিছিল ও সভাগুলোতে জনসমাগম বাড়ছে। গণমাধ্যম আমাদের গুরুত্ব দিয়ে খবর প্রচার করছে।’
জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বেকার সমস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। এখন লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ বেকার। মাস্টার্স ডিগ্রি পাস করে এখন বেকার হয়ে রাস্তায় ফুটপাতে হকারি, রাইড শেয়ার করে জীবিকা নির্বাহের চেষ্টা চালাচ্ছে। দেশে কাজ না পেয়ে জমিজমা বিক্রি করে বিদেশে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে জীবন দিচ্ছে। তারপরও জীবিকার আশায় মানুষ বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কোনও পরিসীমা নেই। তেলের দাম সরকারিভাবে বাড়ানো হয়েছে। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘দেশে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। ইজ্জতের দাম নেই। কক্সবাজারে বেড়াতে গিয়ে নারী ধর্ষণের শিকার হচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক। এখন ওমিক্রন যেভাবে দেখা দিয়েছে, যদি বড় ধরনের আঘাত হানে আমরা সেভাবে প্রস্তুত নই।’
এর আগে, ঢাকা থেকে প্লেনযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউসে এলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেন।