কিশোরগঞ্জ স্টেশন মাস্টারের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে কমলাপুরে মানববন্ধন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান সোহাগের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

আজ রবিবার (৩ নভেম্বর ) সকাল ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রত্যেক যাত্রীর সিকিউরিটি এবং সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি। তারপরেও যারা আমার ভাই খলিলুর রহমান সোহাগের উপর নেক্কারজনক হামলা করেছে। সেই আঘাত আমার গায়ে লেগেছে। আমরা স্টেশন মাস্টার ও কর্মচারী দল যেখানেই থাকি, আমরা অন্যায়ভাবে এই হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে যারা সম্পৃক্ত, সন্ত্রাসী রয়েছে তাদের গ্রেফতারের আওতায় না আনা হলে আমরা যে কোন কর্মসূচি দিতে বাধ্য হব।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে সেবা মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা যে সার্ভিস দিয়ে আসছি এবং বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে। আমরা সেই যাত্রার স্বারথি। একটি কুচক্র মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাদের সাথে এবং স্টেশন মাস্টারদের সম্মানহানির চেষ্টা করছে। আপনারা জেগে থাকবেন। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই প্রতিষ্ঠানের মান এবং মর্যাদা আমরাই সংঘবদ্ধভাবে রাখবো। কিন্তু অন্যায় ভাবে কেউ যদি আমাকে আঘাত করে, আমরা বসে থাকবোনা তীব্র দাঁতভাঙ্গা জবাব দিব। ঢাকা জেলা রেলওয়ে কার্যালয় যাব এবং আমরা স্মারকলিপি পেশ করব। এই যাত্রায় আপনারা আমার সারথি হয়ে সবাই অংশগ্রহণ করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কর্মকর্তা কর্মচারীরা।