ইসলাম ধর্ম এতো সংকীর্ণ নয়!

শাহরুখ খান তার পরিবারের তিন সদস্যের একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে দীপাবলিতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ছবিতে শাহরুখের পরিবারের তিনজনের কপালেই তিলক লাগানো ছিল। আর এই ছবি পোস্ট করে তোপের মুখে পড়েন শাহরুখ। তবে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি।

শাহরুখের ছবি দেখে কট্টরপন্থী মুসলিমরা অনেকেই শাহরুখকে ‘ভুয়া মুসলিম’ বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, সোশাল মিডিয়ামেও ট্রলের শিকার হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে শাহরুখের সমর্থনে শাবানা আজমি টুইটারে লিখেছেন, ‘আমি শুনে হতভম্ব হয়েছি যে তিলক পরায় শাহরুখকে অনেকে ভুয়া মুসলিম বলছেন। ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতের সুন্দর একটা রীতি পালনের কারণে হুমকির মুখোমুখি হতে হবে।’

এর আগেও শাহরুখ হিন্দু রীতি পালন করে ট্রলের শিকার হয়েছিলেন। এ বছর গণেশ চতুর্থীতে গণেশের পূজা করতে দেখা যায় শাহরুখকে।

ছবিটি নিয়ে সমালোচিত হয়েছিলেন শাহরুখ। সেই ঘটনার রেশ কাটতেই আবারও বিতর্কিত হলেন তিনি।

সূত্র: ডেকান ক্রনিকল