রাহাত খান
দীর্ঘদিন ধরে গান লিখলেন রিপন মাহমুদ। বেশ কিছু প্রশংসিত জনপ্রিয় গান রয়েছে তার। তারই ধারাবাহিকতা প্রথমবারের মতো লিখলেন টেলিফিল্ম ‘ফাঁকি’।
টেলিফিল্মটির গল্পের ভাবনা ও পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, টিপু সুলতান, জয়রাজ, সানজিদা মিলা, সাদমান সামীর সহ অনেকে ।
পরিচালক বললেন, টেলিফিল্মটিতে একটি পরিবার নানা ধরনের ভুল বুঝাবুঝি ও সমাধানের বিষয় তুলে ধরা হয়েছে।
আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে এই টেলিফিল্মটি ।