অনন্ত-বর্ষার ‘দিন : দ্য ডে’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা আজ

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দিন : দ্য ডে’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে আজ।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আজ বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির পোস্টার উদ্বোধন ও মুক্তির তারিখ জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল।

তিনি বলেন, ‘দর্শক এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।’