জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অঙ্গীকার বন্ধু সংগঠন ১৮ নভেম্বর ২০২০ বুধবার মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সার্বিক মনিটরিং এর মাধ্যমে বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করেন।
অঙ্গীকার বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক আশ্রাফুল জাহান শাওলিন এর নেতৃতে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক মেহেদী মিয়াজী, প্রচার সম্পাদক ইমরান নাজির, নির্বাহী সদস্য মোঃ সাম্মির হোসেন, মোঃ ফয়সাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা।
স্বাস্থ্যবিধি মেনে জনগণের সেবায় নিজেদের উজার করে দিয়ে করোনা পরিস্থিতির শুরু থেকেই অঙ্গীকার বন্ধু সংগঠন কাজ করে আসছে।