বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর ও সিএফও রবিন্দ্রনাথ কর্মকার আইডিআরএ’র কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় বীমা সেক্টরের উন্নয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বীমা আইন প্রতিপালনের নির্দেশ দিয়ে সবাইকে বীমা সেবার প্রতি আরো মনযোগী হওয়ার আহ্বাণ জানান।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর বলেন, দেশে এই প্রথমবারের মতো বীমা খাত থেকে একজন চেয়াম্যান হয়েছেন। সরকারের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট খাত উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বশীল নির্দেশনায় দেশের অর্থনীতি বির্নিমানে বীমা খাত আরো একধাপ এগিয়ে যাবে।