৫০ শতাংশ নারীর মনে অন্য পুরুষ

 

সমাজে বিশৃঙ্খলা রোধ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষ একটি সম্পর্কে থেকে জীবনযাপন করে। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ৫০ শতাংশ নারীর মনে থাকে বিকল্প পুরুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা-২ এর অংশ হিসেবে নারীরা বিকল্প পুরুষের কথা ভাবেন। বর্তমান সঙ্গীর সঙ্গে কোনও কারণে বিচ্ছেদ হলে সেই বিকল্প পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান তারা। এক্ষেত্রে প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের চেয়ে বেশি এগিয়ে বিবাহিত নারীরা।

বিকল্প পুরুষ হিসেবে নারীরা সাধারণত পুরনো বন্ধু, সাবেক প্রেমিক, স্বামী, অফিসের সহকর্মী কিংবা জিমের বন্ধু কথা ভাবেন।

এক হাজার নারীর ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নারী জানিয়েছেন, বিকল্প হিসেবে তারা এমন পুরুষকে নিয়ে ভাবেন যার সঙ্গে জানাশোনা রয়েছে কমপক্ষে ৭ বছর ধরে।