টিসিবির ৩০ টাকা কেজির পেঁয়াজ কিনতে এবার মধ্যবিত্তদের ভীড় বাড়ছে। সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার (টিসিবি) ট্রাকসেলের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে অন্যান্য নিত্যপণ্যও সংগ্রহ করছেন তারা। অনেকে লাইনে দাঁড়িয়ে থাকতে ক্লান্ত হয়ে পড়ছেন। ফিরে যাচ্ছেন পণ্য না নিয়েই। উর্ধমুখী বাজারে টিসিবি এখন ভরসা হয়ে উঠঠে। বাজারে জাত ও মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে টিসিবি ভর্তুকি দিয়ে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি করছে। নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে মানববন্দন ও বিক্ষোভ মিছিল করে ভোক্তারা এ দাবি জানাচ্ছেন।
এতদিন প্রতি ট্রাকে ৩০০ থেকে ৫০০ কেজি পেঁয়াজ বিক্রি হলেও গত সোমবার থেকে প্রতি ট্রাকে ৭০০ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এ প্রসঙ্গে সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে টিসিবি। সে কারণে বিক্রির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পর্যায়ক্রমে এই বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে। জনপ্রতি দুই থেকে চারকেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা।
এছাড়া টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন।