বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকায় ঝুঁকিপূর্ণ সরু সেতুর কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে থেমে থেমে যানজট হলেও গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ভূঁইয়াগাতী, হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা পর্যন্ত এবং হাটিকুমরুল-পাবনা সড়কের বোয়ালিয়া পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ২০ মিনিটের রাস্তা যেতে ১০-১২ ঘণ্টা লাগে। দিনভর যানজটের কারণে চালক, যাত্রীসহ কাঁচামাল ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার যান চলাচলের অন্যতম রুট বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ১১ কিলোমিটার পশ্চিমে রয়েছে নলকা সরু সেতু। সেতুটি বারবার সংস্কার করলেও টিকছে না। এ কারণে নলকার সেতুটি যানজট ও দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখা যায়, যানবাহনগুলো সেতুতে উঠেই গতি কমিয়ে দিচ্ছে। এ কারণে সেতুর উভয় প্রান্তে সব সময় শত শত যানবাহনকে আটক থাকতে হচ্ছে। এতে কখনো কখনো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে ক্ষত দেখা দেয়। এতে ঝুঁকি আরও বেড়ে যায়।
এ অবস্থায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গতকাল সকালে এক লেন বন্ধ রেখে সংস্কার শুরু করে। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত ১১ কিলোমিটার, নলকা থেকে হাটিকমুরুল মোড় পর্যন্ত ৭ কিলোমিটার এবং হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত এবং গোলচত্বর থেকে বোয়ালিয়া পর্যন্ত ৪৫ কিলোমিটার যানজট ছাড়িয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের।
যানজট এড়াতে পুলিশ কিছু কিছু যাত্রীবাহী বাসকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে চলাচল করতে দিচ্ছে। এতে সিরাজগঞ্জ শহরেও যানজট দেখা দিচ্ছে।
গাড়িচালক হায়দার আলী ও ইবরাহিম শেখ বলেন, ‘নলকা সেতুটি বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। সেতুটিতে গাড়ি ওঠার আগেই গতি শ্লথ করে পার হতে হয়। সেতুর ওপর ১০ কিলোমিটার বেগে গাড়ি চালালেই সেতুটি কেঁপে ওঠে। সেতুটির কারণে ১০ বছর যাবৎ ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছি, বিকাল ৫টায় নলকা সেতু পার হতে পারলাম। ২০ মিনিটের রাস্তা যেতে ১০-১২ ঘণ্টা লাগছে।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, ‘সেতুটির কারণে এ মহাসড়কে যানজট হচ্ছে। পুলিশ যানজট নিরসনে সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছে।