হিলি স্থলবন্দরে ১৯ টাকায় নামল পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৯ টাকায় নেমেছে পেঁয়াজের দাম। আমদানি অব্যাহত থাকায় পণ্যটির বাজারদর ২০ টাকার নিচে নেমেছে। এদিকে দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাশাপাশি মিয়ানমার থেকেও প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে। বন্দর দিয়ে আমদানিও অব্যাহত রয়েছে। ফলে দাম কমতির দিকেই। এছাড়া আমদানীকৃত অনেক পেঁয়াজের মান খারাপের কারণেও ক্রেতা সংকট দেখা দেয়ায় এর দামের ওপর প্রভাব পড়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।