হাল ফ্যাশনে জনপ্রিয় পাহাড়ী পোশাক থামি

 

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান প্রভৃতি স্থানে ছড়িয়ে আছে অসংখ্য উপজাতি গোষ্ঠী।

তাদের ঐতিহ্যবাহী পোশাকের ভিন্নতার দরুন তা হাল ফ্যাশন হিসাবে বহন করছে সমতলের মানুষের মধ্যে।

নামকরণের অনুসঙ্গে আদিবাসী ফ্যাশন হিসাবে তা বেশ সমাদৃত। দেশের প্রায় ৪০ টির মত উপজাতি গোষ্ঠীর কিছু পোশাকের সাথে আধুনিকতার ছোয়ায় বিবর্তিত হচ্ছে বাঙ্গালী ফ্যাশন। সাওতাঁল, চাকমা, মারমা, মগ, মঙ সহ নানান উপজাতি আছে যাদের প্রত্যেকেরই রয়েছে স্ব-স্ব স্টাইল। এই স্টাইলের কিছু ক্ষেত্রে আবার তাদের মিলও পাওয়া যায়।

একপ্যাচে কোমরে জড়িয়ে একখন্ড কাপড় পরতে দেখা যায় অধিকাংশ আদিবাসীদের। এটাই তাদের দৈনন্দিন জীবনের পোশাক যা থামি বা পিনন নামে পরিচিত। উজ্জল রং ও বুননেন চমৎকার সমন্বয়ে তৈরী এই থামি বা পিনন নামক আধুনিক ফ্যাশনের অনুষঙ্গ। বাঙ্গালীদের কাছে এর কদর অনেক বছর আগে থেকেই ছিল। বর্তমানে সমতলের বাসিন্দাদের কাছে বাড়তে শুরু এ পোশাকের চাহিদা।

বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা বান্দরবান কিংবা রাঙ্গামাটির পর্যটন এলাকাতে বাঙ্গালী ও বিদেশী পর্যটকগণ এগুলো কিনে পরেন এবং তাদের ভ্রমণ সাক্ষী হিসাবে সমুদ্র কিংবা পাহারের সাথে ছবি তুলে রাখেন।

এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ পার্বত্য পোশাকটি বিক্রির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন দোকানগুলোতে এর বিক্রয় চাহিদা দিন দিন বাড়ছে।

মডেলঃ রাইমা মুসকান