হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ থেকেঃ

ঢাকা প্রেস ক্লাবের সদস্য, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন সাংবাদিকরা। অন্যদিকে সি সি ফুটেজ দেখে সুষ্ট তদন্ত করে মামলা থেকে রেহাই পেতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন তাঁর স্ত্রী সাজমিন আক্তার মনি।

সাংবাদিকে মামুনের স্ত্রী সাজমিন আক্তার মনি।আবেদনে বলেন, কুচক্রি মহলের ষড়যন্ত্রে সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান বিরুদ্দে মামলার করা হয়েছে। এ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। প্রসাশন সুষ্ট তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করবেন।

এদিকে নিহত সনজব আলীর মা খুদেজা খাতুন এক ভিডিও বার্তা সোসাল মিডিয়ায় জানিয়েছেন, তার ছেলেকে কেউ মারেনি। সে জটিল রোগে মৃত্যু বরন করেছেন।

এদিকে সাংবাদিক মামুনুর রহমান কে এ মামলায় আসামি করায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা, দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।