দেশের অন্যতম সাধারণ বীমা প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স এর সাথে স্বাস্থ্য বীমা চুক্তি করেছে নতুন প্রজন্মের বীমা প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।
রাজধানীর মতিঝিলে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি সাক্ষরিত হয়।
এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী, প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর কবীর এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহি কর্মকর্তা কাজী মোকাররম দাস্তগীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন।
এখন থেকে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স এর স্বাস্থ্য বীমা পলিসির সকল সুযোগ-সুবিধা ভোগ করবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স এর সকল কর্মকর্তা-কর্মচারীরা।