সিএসইবিআইবি প্রবর্তিত ‘সিআইবিএফ’ পঞ্চম পর্বের উদ্বোধন

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসইবিআইবি) উদ্যোগে ছয় মাস মেয়াদি ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ) শীর্ষক কোর্সের পঞ্চম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সিএসইবিআইবির সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসআইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির সদস্য এবং অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বিআইবিএমের সিলেকশন গ্রেডের অধ্যাপক ড. শাহ্ মো. আহসান হাবীব, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন প্রমুখ।