শীতবস্ত্রে ভরে গেছে ঢাকার বঙ্গবাজার

মাহমুদ রনি

 

শীত জেঁকে বসার আগেই শীতবস্ত্রে ভরে গেছে ঢাকার বঙ্গবাজার। ঢাকার গুলিস্তানে অবস্থিত বঙ্গবাজার হচ্ছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট।
এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন তাদের প্রয়োজনী জিনিস কেনা কাটা করতে। এবারও তার ব্যতিক্রম নয়।

নারী শিশু বৃদ্ধ সহ যে কোন বয়সের মানুষের শীতের কাপড় পাওয়া যাচ্ছে বিপণিবিতান গুলোতে।
নানা রংবেরঙের কম্বলসহ আছে অন্যান্য শীতবস্ত্র। ১-২পিস নয় হাজার হাজার পিস কম্বলের সারিগুলো চোখে পড়ার মত।

বিভিন্ন জেলার পাইকাররা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এখানে। দেশী-বিদেশী বিভিন্ন ধরনের কম্বল আছে এ মার্কেটে।
কোরিয়া আরব চায়নাসহ বেশ কয়েকটি দেশের কম্বল রয়েছে। কোয়ালিটি ভেদে দামের রয়েছে ভিন্নতা। এক পিস সাধারণ কম্বলের দাম ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত।

বিদেশী কম্বল পাওয়া যাচ্ছে ১৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে। সিঙ্গেল ডাবল ফ্যামিলি সাইজসহ বিভিন্ন সাইজের কম্বল পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। পাইকারদের ভিড়টাও এখানে চোখে পড়ার মতো।
বেচা বিক্রিও হচ্ছে বেশ এক দোকানি জানান দিনপ্রতি প্রায় দুই লক্ষ-টাকার শীতবস্ত্র বিক্রি হয় তাদের।

ডিসেম্বরে শীত বাড়লে তাদের বেচাকেনা আরো বাড়বে বলে আশাবাদী তারা। কোন ধরনের মাল বেশি বিক্রি হয় জানতে চাইলে আরেক দোকানী বলেন ফ্যামিলি সাইজের দেশি কম্বলের বিক্রি বেশি।
তবে চায়না কোরিয়ার ইন্টাক্ট প্যাকেট করা কম্বলগুলোর চাহিদা খুব,এবার চায়না থেকে আসা কম্বলে বাজার সয়লাব।
দামে সাশ্রয়ী হওয়ায় এর ক্রেতা বেশি।

মার্কেট ঘুরে দেখা যায় কম্বলের পাশাপাশি রয়েছে শিশুদের শীতের পোশাক। এক বছর থেকে শুরু করে দশ বছর এবং তারও বেশি বয়সের শিশুদের শীতের পোশাকের সরবরাহ রয়েছে যথেষ্ট।
দাম ১৫০ থেকে ২০০০ পর্যন্ত। বয়স্কদের পোশাকের মধ্যে রয়েছে চাদর; কাশ্মীরি,পাকিস্তানি,ইন্ডিয়ান ও দেশি চাদরের বিশাল কালেকশন আছে এখানে।
দাম ৩৫০ থেকে ৫০০০ এর মধ্যে।

এছাড়া ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন প্রকারের পশমী জ্যাকেটসহ চামড়ার জ্যাকেট। চামড়ার জ্যাকেটের দাম হাঁকছেন ৩৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত।
হাত মোজা পা মোজা কানটুপি সহ সব ধরনের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ঢাকার এ বঙ্গবাজারে। বঙ্গবাজারের বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর মালামাল পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে।
আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে নিম্নমানের সামগ্রী থেকে শুরু করে উচ্চ মানের সামগ্রী পাওয়া যায়। এখান থেকে কেনাকাটা করার সময় খেয়াল রাখতে হয় পণ্যের মান যেন সঠিক থাকে। পাইকারি কেনাকাটা করলে ঢাকার যেকোনো বাজারের চেয়ে এখানে কমে পাবেন আর খুচরা কিনতে গেলে ও ঢাকার যেকোনো মার্কেট এর চেয়ে কিছুটা হলেও কমে পাবেন। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অন্যতম পছন্দের বাজার এটি।