সোহেল হোসেন, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের চকবাজার মসজিদ প্রাঙ্গণ থেকে এ আনন্দ মিছিল শুরু হয়ে তাদের দলীয় কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এরপর পথচারী ও রিক্সা চালকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আব্দুল হালিম হুমায়ুন, এডভোকেট শাহিন আলম স্বপন, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা শিমুল ও খালেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রসঙ্গত: শুক্রবার (১৫) সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করে ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেয়। এছাড়া এডভোকেট হাছিবুর রহমান হাছিবকে যুগ্ম আহ্বায়ক ও সাহাব উদ্দিন সাবুকে এ কিমিটির সদস্য সচিব করা হয়। দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করেন।